উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী (ভ‚মি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীণ কুমার দাস, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, নওফেল আলী মন্ডপে, তোফাজ্জল হোসেন ও আব্দুল মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান প্রমুখ। এবারে মান্দা উপজেলায় ১০৩টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। সভায় এসব মন্ডপে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। গতবছর ১৩০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।