মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ঐক্যেই শক্তি একতাই উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে,চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা ও কেট কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায়, এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য, মোঃ লতিফুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক প্রকাশক ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি, মোঃ আশরাফুল ইসলাম (রঞ্জু) এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও ইটিভি বাংলা চ্যানেলের সম্পাদক ও প্রকাশক মোঃ ফয়সাল আজম (অপু), চাঁপাই খবর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক গোলাম জাকারিয়া, এসোসিয়েশনের মহাসচিব শাহীন আকতার, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ক.ম সাহেদুল বিশ্বাস (পলাশ) এইচ আর ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ও এসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল-মাহমুদ প্রমূখ সহ চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত ছিলেন,
চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসোনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ প্রবল ছাত্র আন্দোলনের বষ্ঠ নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতি আজ নতুন স্বাধীনতা পেয়েছে, আমরা চাই আমাদের এই নতুন দেশের নতুন পরিবেশে, সাংবাদিকরা স্বাধীন ভাবে তাদের কাজ করবেন এটাই আমার চাওয়া, ।
এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন ঐক্যেই শক্তি একতাই উন্নতি ধারণাকে ভিক্তি করে, জেলার সকল সাংবাদিকের ঐক্যের ডাক দেন তিনি, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় চার বছরের মধ্যে সংগঠনটি অনেক শক্তিশালী হয়েছে। এবং আগামী দিনে এই সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ সারা দেশে ঐক্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে নতুন কমিটি কেক কাটা ও মধ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।