মোস্তাক আহমেদ বাবু রংপুর ।
রংপুর বিভাগে আসছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে চলছে ব্যাপক প্রস্তুতি,ও ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পী কারি- গরদের পীরগাছা উপজেলার পূজামণ্ডপের চিত্রপট ।
সরজমিনে ঘুরে দেখা যায় ঃ, দম ফেলার সময় নেই মৃৎশিল্পীদের,সু-নিপুণ হাতে মাটি ও রংতুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় পার করেছে শিল্পীরা। কাদামাটি,বাঁশ,খড়,সুতলি দিয়ে শৈল্পের ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা হচ্ছে সনাতনধর্মাবলম্বী ভাই বোনদের দেবীদুর্গার প্রতিমা।সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন,কেউ কাদা থেকে দেবী হাত ও পায়ের রূপ দিচ্ছেন। আবার মাটি দিয়েই সুনিপুণ হাতে দেবীর জন্য তৈরী হচ্ছে অলঙ্কারতুল্য কারুকাজ। এবার জেলা ও উপজে লায়র মণ্ডপ গুলো পূজা হওয়ার কথা রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে বেশ কিছু জায়গায় কমতে পারে পূজা মন্ডবের সংখ্যা। তবে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে দাম বৃদ্ধি পেয়ে- ছে রং,তুলি ও সাজ-সজ্জার দাম,বেশি হওয়ায় এবং প্রতিমা তৈরির মজুরি কম পাওয়ায়,কিছুটা অসন্তোষ প্রকাশ করছে কারিগররা। তবুও দেবীকে নিপুন হাতে সাজাতে পেরে খুশির অনুভুতি প্রকাশ করেছেন।
উল্লেখো যে ঃ মৃৎশিল্পী রঞ্জিত রায় বলেন আমরা চারজন মিলে কাজ করি। আমি ১৫ বছরের বেশি সময় ধরে প্রতিমা তৈরী করে আসছি,দুর্গাপ্রতিমা ছাড়াও সকল ধরনের প্রতি- মা আমরা তৈরি করি। এবার ৮টি প্রতিমার অর্ডার পেয়েছি, পূজা কম হবে,তাই অর্ডার কম। প্রতিমা তৈরীতে প্রকারভেদে দাম কম বেশি রয়েছে। আরেক প্রতিমা কারিগর উজ্জ্বল রায় বলেন,৭৫ হাজার টাকার প্রতিমা তৈরী করতে হচ্ছে, মাত্র ২০ হাজার টাকায়। পীরগাছা উপজেলার পূজা উদ- যাপন পরিষদের সভাপতি তরুণ সাহা বলেন,পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দুর্গোৎসব পালনে মণ্ডপে মণ্ডপে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। রংপুর বিভাগে,হাজার হাজার মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহের শেষে জানা যাবে মুলত কয়টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ঃ পীরগাছা থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, এবারে পূজা উপলক্ষে করা নিরা- পত্তার ঢাকা থাকবে পূজা মন্ডপ গুলো। কোন দুষ্কৃতি এবং নাশকতা কারীরা যদি সনাতন ধর্মঅবলম্বী দের পূজা মন্ডপে আক্রমণ করার চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে, দমন করা হবে বলেও জানান তিনি।