মোঃ আলী শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি :
গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন গ্রাহক সেবা মাস ১লা সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ আয়োজনে : সানোয়ার এন্টারপ্রাইজ, ইশিবপুর বাজার এজেন্ট আউটলেট শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রাজৈর,মাদারীপুর, প্রধান অতিথি হিসেবে ছিলেন, জনাব মাহমুদুল হাসান (এভিপি ও শাখা প্রধান), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, টেকেরহাট শাখা, মাদারীপুর,সভাপতিত্ব করেন জনাব আমিনুল ইসলাম,সিনিয়র অফিসার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি টেকেরহাট শাখা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ কাওছার হোসেন,প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ইশিবপুর উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ দেলোয়ার হোসেন, সহকারি শিক্ষক, ইশিবপুর উচ্চ বিদ্যালয়, জনাব নুর আলম, ইউপি সদস্য ইশিবপুর ইউনিয়ন পরিষদ, জনাব পান্না হোসেন, সাদেক ইউপি সদস্য ইশিবপুর ইউনিয়ন পরিষদ, জনাব মুন্না মাতুব্বর, ইনচার্জ ইশিবপুর বাজার এজেন্ট আউটলেট,
সঞ্চালনা: করেন মোঃ আলী শেখ স্থান : ইশিবপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তন।