আজ ২৫শে সেপ্টেম্বর বুধবার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এর আহ্বানে, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, ধর্মতলা ডরিনা ক্রসিং এ দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত, দুই দিন ব্যাপী ধর্ণা ও অবস্থান বিক্ষোভ।
এই ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় প্রাক্তন সাংসদ ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী, সভাপতি শুভংকর সরকার, প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চ্যাটার্জী, মহম্মদ মুক্তার, পলাশ ভান্ডারী, কল্যাণী চক্রবর্তী, সুস্মিতা বিশ্বাস, তাপস মজুমদার,অমিত মজুমদার সহ বিভিন্ন জেলার কংগ্রেসের নেতৃত্বরা।
প্রায় কয়েকশো কংগ্রেস কর্মী এই ধর্ণা মঞ্চে উপস্থিত হন, এবং একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস, তাদের বোনের দোষীদের বিচার চাই, আর যতদিন না দোষীদের বিচার হচ্ছে, আমাদের আন্দোলন চলবে, দরকার পড়লে হাইকোর্টের দ্বারস্থ হবো, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ চাই, দোষী পুলিশ অফিসারদের শাস্তি চাই,
শুধু তাই নয়, আজ ধর্ণা মঞ্চে গর্জে উঠলেন মহিলারাও, তারা জানান আমরা পূজোতে কোনো আনন্দ করছি না , আমাদের একটাই আনন্দ মেয়ের বিচার, তাই আমরা সকল মহিলাদের মানাচ্ছি আপনারা পূজোতে দলবদ্ধভাবে মাঠে নামুন। এবং পূজো প্যান্ডেল এর সামনে গিয়ে বলুন উই ওয়ান্ট জাস্টিস,
আজ ধর্ণার প্রথম দিনে, বিভিন্ন অনুষ্ঠান, গান, কবিতা,পথ নাটক, ও চিত্রের মধ্য দিয়ে সকলে গর্জে উঠলেন প্রতিবাদে,
আমাদের ধর্ণা মঞ্চ পুলিশ করতে দেয়নি, কিন্তু আমরা হাইকোর্টের নির্দেশ নিয়ে এই ধর্ণা মঞ্চ চলছে,,একটা কথা বলে রাখি, আমরা কাউকে ভয় পায় না , আমরা আসল খুনির ন্যায় বিচার চেয়েছি
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা