মনিরুজ্জামান মিলন পাটোয়ারী
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় দুন্দিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃষ্টি হলেই জমে হাঁটু পানি ডুবে যায় বিদ্যালয়ের মাঠ। এ অবস্থা জলঢাকা পৌরসভা ১নং ওয়ার্ড দুন্দিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে।
দেখা গেছে, বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় এবং পানি নিষ্কাশনের পথ না থাকায় একটু বৃষ্টি হলেই মাঠটি জলমগ্ন,কর্দমাক্ত ও স্যাঁতস্যাঁতে হয় থাকে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ প্রবেশ করার সময় মাঠে নামতে পারছে না। জলাবদ্ধতার কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যায়। এতে নোংরা হয় তাদের জামা-কাপড়, ভিজে যায় বই খাতা।এছাড়া, মাঠে জমে থাকা কাঁদা পানির কারণে শিক্ষার্থীরা শরীর চর্চা ও জাতীয় সংগীত গাইতে পারে না। এতে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানায় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আতিকজান ইসলাম বলেন, বৃষ্টি হলেই তাদের যাতায়াতের সমস্যা হয়। তাই দ্রুত এ সমস্যার সমাধান চান তারা।
স্থানীয়রা জানান, মাঠটি শুধু স্কুলের ছাত্র-ছাত্রীদেরই নয়, এখানকার যুবকদেরও খেলাধুলার মাঠ। মাঠটি সংস্কার করা এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা করা দরকার। জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অনিল রায় বলেন, একটু বৃষ্টি হলেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই শিশুদের মেধার বিকাশ ঘটানোর জন্য মাঠটি ভরাট করা দরকার।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ শরিফা বেগম বলেন, দুন্দিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার মধ্যে এটি একটি ভালো বিদ্যালয়। মাঠ ভরাটের বিষয়ে এটি তালিকা ভুক্ত রয়েছে। প্রক্কলন অনুযায়ী তালিকা পাঠিয়েছি আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।