আজ ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্ম দিবসকে সামনে রেখে, দশগ্রাম সতীশ চন্দ্র সর্বার্থসাধন শিক্ষা সদনের উদ্যোগে, কলকাতার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার উপস্থিতিতে, এই প্রথম সরকারি শিক্ষা সদন স্কুলে বইমেলার আয়োজন করা হয়েছে। বিদ্যাসাগরের ২০৫ তম জন্মদিবস পালিত হলো সারাদেশে, আর তারই জন্ম দিবস উপলক্ষে ২৫ শেষ সেপ্টেম্বর থেকে পশ্চিম মেদিনীপুর জেলার এই সরকারি স্কুলে বইমেলার আয়োজন। এই মেলার দুদিন যাবত চলবে। দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে সকল বইপ্রেমীদের জন্য।
ছাত্র-ছাত্রী ,অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য থাকবে বিশেষ ছাড়, এই মেলার শুভ সূচনা করেন বিশিষ্ট আঞ্চলিক কবি ও সাহিত্যিক সম্মানীয় পরেশ বেরা মহোদয়, সঙ্গে উপস্থিত ছিলেন দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধন শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক যুগল প্রধান এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ।
বই নিয়ে বিভিন্ন বার্তা দিলেন সম্মানীয় পরেশ বেরা, বই মানুষের কাছে কতটা প্রয়োজনীয় সেটি তুলে ধরলেন, তার সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন সংগ্রাম নিয়ম তিনি আলোচনা করলেন, এবং সমাজকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন,
আপনারা দেখেছেন বইমেলা মানেই বিভিন্ন প্রাঙ্গনে এবং কলকাতা থেকে শুরু করে জেলার বইমেলা গুলিতে, মাঠে ও পাড়ার ক্লাব গুলিতে ।
কিন্তু এই প্রথম একটি সরকারি স্কুলে বইমেলা করে তাক বানিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধন শিক্ষা নিকেতন, এলাকাবাসীকে এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও বইপ্রেমীদের একটা আলাদা উপহার দিলেন, যাহা আগে কখনোই কোথাও ঘটেনি, ছাত্র ছাত্রীরা খুশি, ফুলের মধ্যে এরকম একটি বইমেলা দেখে, তারা বই দেখার জন্য ভিড় জমিয়েছেন। দূরদূরান্ত থেকে বইপ্রেমীরাও আসছেন এই মেলা য়।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস