1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির, ১১ তম বর্ষের ভাবনা, তরঙ্গ অপার... প্রস্তুতি জোর কদমে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
মহেশপুর সীমান্তে ১১৯ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি শ্যামনগরে নারী কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ শেষে সবজি বীজ ও জৈব সার বিতরণ ভলাকুট ইউপি পরিচালনার জন্য আর্থিক ও প্রসাশনিক ক্ষমতা পেলেন মো. ইদ্রিস মিয়া ভেড়ামারায় সাবেক চেয়ারম্যান জানবার হোসেনের বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা সুরুজ বিশ্বাসের সংবাদ সম্মেলন জাতীয় পার্টির (কাজী জাফর) জনসভা সফল করার লক্ষ্যে আহসান হাবিব লিংকন লোহাগাড়ায় নবাগত শিক্ষা অফিসার জনাব মোঃ ইবনে মাসুদ রানার যোগদান বিভাজনের রাজনীতি করলে পলায়নকৃত স্বৈরাচার পুর্নবাসিত হবে….বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা জাহিদ হোসেন মুন্সিগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার পরিদর্শন চুড়ান্ত ফলাফল প্রকাশ দিনাজপুর বিরল উপজেলায় পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি মেডিসিন ও গাইণী স্বাস্থ্য ক্যাম্প সম্পন্ন চার দফা দাবিতে শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ‌ড্রাগিস্টস্ ‌সমিতির‌ মানববন্ধন অনুষ্ঠিত 

স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির, ১১ তম বর্ষের ভাবনা, তরঙ্গ অপার… প্রস্তুতি জোর কদমে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

আজ ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, কাঁকুড়গাছি , সি আই টি রোডের সংযোগস্থলে, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির, ১১ তম বর্ষের ভাবনা, তরঙ্গ অপার… চলছে পুরো দমে শিল্পীদের কাজ শেষ করার তোড়জোড়, মাঝে মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে আকাশের মেঘ ও বৃষ্টি, কিন্তু শিল্পীরা থেমে নাই , কারণ আর কটাদিন হাতে গনা বাকি , তার মধ্যেই তাদের শেষ করতে হবে এই পূজোর ভাবনা। ও থিমের কাজ, সুদূর নদীয়া থেকে আসা শিল্পীরা দিন ও রাতকে এক করে চলছে কাজ শেষ করার জন্য, বৃষ্টির জন্য তাদেরকে অনেকটাই বাধা পেতে হচ্ছে, তেমনি অন্যদিকে পূজা উদ্যোক্তাদের ও হয়রানি পোয়াতে হচ্ছে, কারণ বৃষ্টির ফলে পুজোর প্যান্ডেলে জিনিসগুলিকে বারবার ঘরে তোলা বেরকরা করতে হচ্ছে। যাতে কোনভাবে নষ্ট না হয়ে যায়, পুঁটিমাও চলে এসেছে পুজো প্যান্ডেলে, কারণ প্রতিমাকে সামঞ্জস্য রেখেই এই থিমের কাজ শেষ হবে।

উপস্থিত ছিলেন পুজোর উদ্যোক্তা ও যুগ্ম সম্পাদক অমল হাজরা ও অপু দাস, সভাপতি গৌড় ঘোষ সহ-সভাপতি প্রবীর বিশ্বাস এবং পরিকল্পনাও সৃজনে সংবর্ত জানা,

এবাড়ের ভাবনায় সেজে উঠবে মন্ডপে একতারা ও পোড়ামাটির ডিগি তবলার সৌন্দর্যে এই মণ্ডপ, যাহা সুরে ও বাদ্যে ভেসে যাবে সারা বিশ্ব, যাহার মধ্য দিয়ে শিল্পীদের মন আন্দোলীত হবে, যে যন্ত্র ও তার শিল্পীদের গান কি মধুময় করে তোলে, দর্শকদের মনকে আন্দোলিত করে, আজ সেই সকল যন্ত্র ও একতারা দিয়ে পুজো প্যান্ডেল কে আন্দোলিত করবে এবং দর্শকদের মন ভরিয়ে তুলবে, প্রায় দুশোরও বেশি বাদ্যযন্ত্র ও একতারা দেখা যাবে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির এবারের ভাবনায়।

সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে, ক্লাবের উদ্যোক্তা এবং শিল্পী জানালেন, আমরা চেষ্টা করছি , দুই মাস ধরে, আমাদের ভাবনা টাকে পরিশ্রমের মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরতে, পুজো প্রেমীদের কাছে তুলে ধরতে, প্রতিবছরই নতুন নতুন ভাবনা আনার চেষ্টা করি, যাহাতে পুজো প্রেমীরা ও দর্শকেরা এই পুজোটা সামনে এসে দেখে তাদের বিচার করেন, তাহাদেরি বিচার, পুজো উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার মনোবল বাড়ায় অন্যদিকে শিল্পীদের উৎসাহ দিতে সাহায্য করে , এগিয়ে চলার পথ দেখায়,

তাই আবারও বলব, আমরা চেষ্টা করছি, নতুন কিছু ভাবনা তুলে ধরতে, আপনারাও আসুন, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির পুজো দেখুন, প্যান্ডেল পরিদর্শন করুন, আপনাদের মতামত জানাবেন, এটাই আমাদের বড় পাওনা, এর সাথে থাকছে কয়েকদিন বাউল সম্প্রদায়ের মন ভরানো বাউল গানের অনুষ্ঠান। সবকিছুতে ভরে উঠবে ২০২৪ এর ভাবনা…. তরঙ্গ অপার….

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি