বীরগঞ্জ,দিনাজপুর। প্রতিনিধিঃ আশা দিনাজপুর (বীরগঞ্জ)জেলার শিক্ষা অফিসার জনাব,শ্যামল চন্দ্র রায় এর সার্বিক দিক-নির্দেশনায় বুধবার (১৮ই সেপ্টেম্বর) কাহারোল অঞ্চলের মাহানপুর ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃহাবিবুর রহমান(হাবিব)এর সভাপতিত্বে বোঁচাগঞ্জ উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাবা,খুর্শিদা ফেরদৌসী প্রশিক্ষকের সহায়তায় দুইদিন ব্যাপী ত্রৈমাসিক শিক্ষা সেবিকা প্রশিক্ষণের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালনা করেন অত্র ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার মোঃরওশন এলাহি। এ সময় উপস্থিত ছিলেন অত্র ব্রাঞ্চের সকল শিক্ষা সেবিকাবৃন্দ।
এ শিক্ষার কর্মসূচি বাস্তবায়নে আশা নিজস্ব অর্থায়নে পরিচালিত বেকারত্ব দূরীকরণে ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আশা শিক্ষা কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি পরিচালিত ব্রাঞ্চ ১০৫০ টি, শিক্ষা সুপারভাইজার ১০৫০ জন, এবং শিক্ষা সেবিকা ১৫৬১২ জন। মোট শিক্ষার্থী ৪৮৫৬২৬ জন।