আজ ২৬ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিন সারা দেশে যখন পালিত হচ্ছে , অন্যদিকে নির্যাতিতা চিকিৎসকের নামে রাস্তা তৈরির কাজ শুরু হল।, উদ্বোধন হয় 24 শে সেপ্টেম্বর, এবং আজ ২৬ শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন থেকে এই রাস্তার কাজ শুরু হয় , ৩০ শে সেপ্টেম্বর এই রাস্তার কাজ শেষ হবে, তিন কোটি টাকা ব্যায়ে। সম্পূর্ণ কংক্রিটের রাস্তা।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার কাজের সূচনা হয়, এলাকার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি তার সময়কালে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করেছিলেন, এদিন তারই উপস্থিতিতে, তিন কোটি টাকা ব্যয়ে এই রাস্তার নামকরণ হলো, নির্যাতিতা চিকিৎসকের নামে…. নির্ভয়া সরণি..।
আর জি কর মেডিকেল কলেজে নিশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে মহিলা চিকিৎসককে, সেই ঘটনায় এবার নির্যাতিতার স্মৃতির উদ্দেশ্যে, তার রাস্তার নামকরণ করা হলো.. নির্ভয়া সরণি।
নন্দকুমারের টালি ডাটাটার কাছে মাধবপুর পূর্বপল্লীর এই রাস্তার এ ধরনের নামকরণে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজনেরাও প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান নির্যাতিতা চিকিৎসক বনের স্মৃতি রক্ষা করতে এই ধরনের উদ্যোগ আমি আশা রাখছি এই ঘটনা বিচার পাব আমরা ও সারা দেশবাসী।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়