মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ২৭/০৯/২০২৪ ইং
গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছী আউটলেট গ্রাহক সেবা মাস ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তালগাছী আউটলেট নিজ কক্ষে এ মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখার সিনিয়র অফিসার আব্দুর রহিমের সঞ্চালনায় তালগাছী বাজার আউটলেট স্বত্ত্বাধিকারী মো. পারভেজ আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাও. কাজী জাহাঙ্গীর আলম,ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আমিনুল ইসলাম,গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আফছার আলি,গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ইসলামী ব্যাংক তালগাছী বাজার আউটলেট ইনচার্জ মো. নাজমুল আক্তার বাচ্চু প্রমুখ।
এ সময় বক্তাগণ সুদমুক্ত অর্থলেনদেন করতে ইসলামী ব্যাংকের আউটলেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আগামীদিনে গ্রাহকদের সহযোগিতায় এই আউটলেটে দেশের শীর্ষ পর্যায়ে পৌছাবে বলে বিশ্বাস করেন বক্তারা।