মোস্তাক আহমেদ বাবু রংপুর।
ডিআইজি, রংপুর রেঞ্জ যোগদান গত ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. ১২:০০ ঘটিকায় মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ,রংপুর হিসেবে যোগদান করেন।
গত বুধবার সকালে ডিআইজি পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হলে তাকে রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (ডিআইজি),পিটিসি,রংপুর,পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ),অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্),রংপুর রেঞ্জ,পুলিশ সুপার,রংপুরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আজ শুক্রবার বাদ জুম্মা মোবারক,নামাজের শেষে গণমাধ্যম কর্মীর সঙ্গে সাক্ষাৎ হলে,তিনি বলেন। রংপুর কে নতুন আঙ্গিকে সাজাতেই তার,তিনি অক্লান্ত পরিশ্রম করে যাবেন। সেই সাথ বলেন,রংপুরের মানুষ তো অনেক সরল সোজা। তাই তারা যেন আইন-শৃঙ্খলা বজায় রাখেন, আইনকে,তারা যেন সহযোগিতা করেন। এবং কোন প্রকারে অরাজকতা ও দুর্নীতি থেকে,যেন সরে আসেন,এটাই আমার প্রত্যাশা। এবং মানুষ শান্তিতে থাকুক, ও আনন্দে থাকুক, তাহলেই আমি ভালো থাকবো। আর যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে,তাহলে কঠোর হাতে দমন করবেন বলেও তিনি জানান ।
উল্লেখ্য যে,আশেপাশে উপস্থিত থাকা, মুসল্লিরাও তাকে ভালোবেসে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং কি?কোন দুষ্কৃতি যেন,এই সমাজে ঠাই না পায়,সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন মুসল্লি বৃন্দরান। এবং বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন নতুন এই ডিআইজি-কে।