মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) সকাল ৭ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম , সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা জামায়াতের অফিস সম্পাদক মো: রুহল আমিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাবিবুর রহমান, শহর কর্মপরিষদ সদস্য মো. জিয়ারুল ইসলাম। শুরুতেই নির্ধারিত ৪০ মিনিটের সেমিফাইনাল খেলায় যুব ইউনিট বনাম কামালনগর পশ্চিম ইউনিট খেলায় অংশ নেয়। উক্ত খেলায় যুব ইউনিট ২-০ গোলে কামালনগর পশ্চিম ইউনিটকে পরাজিত করে। অপর সেমিফাইনাল খেলায় পলাশপোল ইউনিট বনাম কামালনগর দক্ষিণ ইউনিট অংশ নেয়। খেলায় কামালনগর দক্ষিণ ইউনিট ৪-০ গোলে পলাশপোল ইউনিটকে পরাজিত করে। পরে ফাইনাল খেলায় যুব ইউনিট বনাম কামালনগর দক্ষিণ ইউনিট অংশ নেয়। ফাইনাল খেলায় যুব ইউনিট ৩ -২ গোলে কামালনগর দক্ষিণ ইউনিটকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮ নং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. জয়নাল আবেদীন। #
ক্যাপশন: সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।