1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৫ম বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গফরগাঁওয়ে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত আশাশুনির কালকী স্লুইস গেট সংশ্লিষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে মুহাদ্দিস রবিউল বাশার দৈনিক নতুন ভোর প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে জামালপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শীতার্ত মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ নওগাঁয় অসকস বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সরিষাবাড়ীতে ৪’ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র কম্বল জামালপুরে ৯ম জাতীয় হাঁটা দিবস পালিত  শেরপুরে বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার

শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৫ম বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ : ২৮/০৯/২০২৪ ইং

প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃপ্রতিম সংগঠন পূরবী থিয়েটারের ৫ম লোকনাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মধ্যে ছিল- উদ্বোধনী আলোচনা সভা, কবিতা আবৃত্তি, লোকগান, বাউলগান, ধুয়াগান, ভাওইয়া, একক অভিনয়, কমেডি শো, মারমা নৃত্য, লোকনৃত্য ও গীত নৃত্যনাট্য। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন- মো. মুশফিকুর রহমান, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, নর্থ বেঙ্গল স্কলার একাডেমির পরিচালক আব্দুর রকিব রুমী, শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এএ শহিদুল্লাহ বাবলু, নাট্যব্যক্তিত্ব কাজী শওকত প্রমুখ।

বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক আব্দুর রউফ, সঙ্গীতশিল্পী ওস্তাদ বায়জিদ হোসেন, সঙ্গীতশিল্পী মীর বাবুল, পূরবী থিয়েটারের সাধারণ সম্পাদক, কবি ও নাট্যকার মো. মুমীদুজ্জামান জাহান প্রমুখ। সভাপতিত্ব করেন পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী শওকত ও তাসফিয়া ইসলাম প্রিয়ন্তী।

অনুষ্ঠানে আবৃত্তি করেন- বিমঝিম, তরিকা, রাত্রি, কবি সোহরাব হোসেন, কবি দীলিপ কুমার সূত্রধর, তাসফিয়া ইসলাম প্রিয়ন্তী প্রমুখ। বাউল, ধুয়া ও ভাওইয়া গান পরিবেশন করেন- ওস্তাদ বায়জিদ হোসেন, আব্দুল মতিন, মীর বাবুল, কাজী তপন, পিএম পলাল, বাবলু শেখ, রেজোয়ান মণ্ডল ও পূর্ণব।

একক অভিনয় করেন রাত্রি। কমেডি শো করেন এমএম সুজন। নৃত্যলোকের কামরুন্নাহার লাকীর পরিচালনায় গীত নৃত্যনাট্য পরিবেশন করেন- তরণী, রুবাইয়া, মিম, সিনথিয়া, তাসরিফা, সুম্মা, প্রিয়া, রেশমা, শারমিন, অপূর্ব, আয়ান, রাফি, রাব্বি, মাসুম ও সজীব। পূরবী নৃত্য একাডেমির ইমন হাসানের পরিচালনায় মারমা নৃত্য পরিবেশন করেন অন্তি, প্রান্তী, অর্ণি ও অনুশ্রী।

শাহজাদপুর নৃত্য একাডেমির ফাহমিদা ফুয়াদ ফ্লোরার পরিচালনায় লোকনৃত্য পরিবেশন করেন অরিত্রিকা, শশি, বর্ষা, ইচ্ছে, পায়েল, মায়াবী, সিরাজ ও সৈকত। সৃজন ললিতকলা একাডেমির মালিহা জেরিন দীপার পরিচালনায় লোকনৃত্য পরিবেশন করেন নিবেদিতা কুণ্ডু। নৃত্য রং সংস্থার জুলিয়া খানম গোলাপের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন সিমি খান।

অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি