মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি :
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,পূর্ণাঙ্গ পেনশন,উৎসব ভাতা,বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ শিক্ষক - কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে জয়পুরহাটে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশন এর জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম ।
বিশেষ অতিধির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারী ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারী রবিউল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাঃ ফজলুর রহমান সাঈদ,জেলার সহকারী উপদেষ্টা মাওলানা মোঃ গোলাম কিবরিয়া মন্ডল ।
এছারাও অন্যান্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি মুহাঃ হাসিবুল আলম লিটন,বাংলাদেশ কারিগরী কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ তাইফুল ইসলাম,বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি আব্দুল আলিম,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওলানা মোঃ সাইদুর রহমান,বাংলাদেশ এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওঃ সাইদুল ইসলাম সহ আরো অনেকে।