মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. এমরান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২২ সেপ্টেম্বর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। মো. এমরান কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা ছিলেন।
চট্টগ্রামে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জন। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন, যার মধ্যে ২৪ জন নগরের সরকারি হাসপাতালে এবং ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৫ জনে পৌঁছেছে। গত বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে রোকসানা খানম (৫২) নামের আরও এক নারীর মৃত্যু হয়। এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ৪ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু।
শহরের নাগরিকরা মশা নিধনে কার্যকর পদক্ষেপের অভাব এবং অপর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে হতাশা প্রকাশ করেছেন।