মোস্তাক আহমেদ বাবু রংপুর ।
রংপুর বিভাগের পঞ্চগড়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে ৮ দফা বাস্তবায়নের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার,সরজমিনে গিয়ে জানা যায় ঃ গত বুধবার (১৮সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে ছিলেন,বাংলা- দেশ সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অন্তু রায়,গকুল বর্মন, জয়তী বিশ্বাস,ও পঞ্চগড় জেলার সমন্বয়ক দিপু রায়,সাধব দত্ত প্রমুখ।
এ,সময় সারাদেশে সংখ্যালঘু নির্যাতন,তাদের,ঘরবাড়ি ও মন্দিরে হামলার প্রতিবাদ ব্যক্ত জানান। যে,দ্রুত ট্রাইবুনাল গঠন করে। দোষীদের দ্রুত বিচারের আওতায়ে আনার কথা,ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপুরন প্রদান সহ পুনর্বাসন করার জন্য বক্তারা বলেন। এবং সংখখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা, এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনসহ ৮ দফার,দ্রুত বাস্তবায়নের দাবী জানান বক্তারা।
উল্লেখ্য যে,ঃ অন্যথায় পরবর্তীতে সারাদেশে আরো বৃহৎ আকারে আন্দোলনের হুসিয়ারী দেন বক্তারা। এর আগে সকাল ১১ টার পর,জেলার বিভিন্ন স্থান থেকে,বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে,পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে থাকে, সহস্রাধীক সনাতন ধর্মালম্বীরা। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়ে। পরে শহরের বিভিন্ন অলি-গলি প্রদক্ষিণ করে,কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।