বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ইমরান হাওলাদার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর ) বিকেল অনুমান ৩ টার সময় উপজেলার নিয়ামতি ইউনিয়নের চামটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, বাকেরগঞ্জ থানার পার্শ্ববর্তী নলছিটির হদুয়ার গজারিয়ায় গাছ কাটতে গিয়ে চামটার গাছ ব্যবসায়ী খলিল হাওলাদার ওরফে খলিল পোদ্দারের ক্রয়কৃত একটি গাছ কাটতে গাছে উঠে ইমরান। এ সময় গাছ থেকে পড়ে সে আহত হয়। আহত ইমরানকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ইমরান হাওলাদার মহেশপুর সৈয়দ আফসার আলী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
ইমরান উপজেলার নিয়মতি ইউনিয়নের চামটা গ্রামের জামাল হাওলাদারের পুত্র।