আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।
পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রওশন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনায় ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর আসামী ১) মোঃ শরিফুল ইসলাম, পিতা: মোঃ সিদ্দিক আলী, সাং-পাইকর হাট পশ্চিমপাড়া, থানা- সাঁথিয়া, জেলা -পাবনা, ২) মোঃ শান্ত ইসলাম, পিতা: মোঃ মাহমুদ আলী, মাতা: মোছাঃ কবরি খাতুন, সাং-মুছিদাগ, থানা- সাঁথিয়া, জেলা -পাবনা, দ্বয়কেকে ০৫ কেজি গাঁজা ও একটি পুরাতন ফ্যাকাসে হলুদ নীল রংয়ের পিকাপ যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১১-৭৬২৮ ২ সহ হাতে নাতে গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।