মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আজ কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। পাঁচ দফা দাবি নিয়ে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিমের নামে স্থাপনার নামকরণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
আজ সকালে শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনারে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং পরে কলেজের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে জড়ো হয়। বিক্ষোভের সময় তারা স্লোগান দেয়, “তুমি কে? আমি কে? ছাত্র ছাত্র।” তারা বৈষম্যহীন শিক্ষাঙ্গন গঠনের জন্য তাদের দৃঢ় অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেন।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোজাহেদুল ইসলাম চৌধুরীকে স্মারকলিপি প্রদান করেন। অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়ে বলেন, “আজ থেকে ছাত্র দলের বা ছাত্র শিবিরের নামে কেউ এলে, আমি তাদের সাথে কথা বলব না।” তিনি আরও জানান, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে একটি রেজুলেশন পাস করে কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ হলে আন্দোলন বন্ধ করা হবে, অন্যথায় কর্মসূচি চলতে থাকবে। তারা কলেজের শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের বৈষম্য রাখার বিপক্ষে বলে স্পষ্টভাবে জানিয়েছেন।