মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত, ইসলামীপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা আজ দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
মহানগর জামায়াতের আমীর কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং উলামা মাশায়েখ পরিষদ বিভাগের সভাপতি মাওলানা মাহফুজুর রহমান পাঠানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর আবদুল করিম, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ বিন হাফেজ্জী, নেজামে ইসলামের জেলা সভাপতি মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা সভাপতি অধ্যাপক ডা. শাহাব উদ্দিন আহাম্মদ চৌধুরী প্রমুখ।