মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকা থেকে লুট হওয়া ছয়টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) র্যাব সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৭ জানায়, গতকাল রোববার চন্দনাইশ উপজেলার দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক বাংলাবাজার রোডে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঝোপের ভেতর একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় র্যাব বস্তাটি উদ্ধার করে।
বস্তাটি তল্লাশি করে র্যাব ছয়টি অস্ত্র ও তিন রাউন্ড গুলি পায়, যার মধ্যে রয়েছে একটি বাটবিহীন চায়না রাইফেল, একটি বাটবিহীন থ্রি-নট-থ্রি রাইফেল, একটি কাঠের বাটযুক্ত এয়ারগান এবং তিনটি দেশীয় একনলা বন্দুক।
র্যাব-৭ জানায়, চট্টগ্রামের বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। সচেতন নাগরিকদের সহযোগিতার জন্যও আহ্বান জানানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহ চন্দনাইশ থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।