আকতারুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ, দুপুর ১২:৩০ মিনিটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। আয়োজনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, মোহনপুর, রাজশাহী। সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ডাসকো ফাউন্ডেশন।
উপস্থিত ছিলেন আয়েসা সিদ্দিকা, উপজেলা নির্বাহী অফিসার মোহনপুর, রাজশাহী। মোসাঃ হাবিবা খাতুন, মহিলা বিষয়ক অফিসার পবা, রাজশাহী। মোঃ নজরুল ইসলাম, বিআরডিবি অফিসার, মোহনপুর, রাজশাহী। এফ এম হাসানুল ইসলাম, সহকারী প্রকৌশলী, মোহনপুর, রাজশাহী। প্রধান শিক্ষক আব্দুল আলিম মহব্বতপুর উচ্চ বিদ্যালয়, মোহনপুর, রাজশাহী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও শিক্ষার্থী।
বক্তারা বলেন, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে দেশের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে, সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে, কেউ তার লিঙ্গ-ধর্ম-বর্ণ-ভাষার কারণে নিগৃহীত ও বঞ্চিত হবে না।
আমাদের ভবিষ্যতের নাগরিক এই কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের জন্য মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে, তাদের মেধা বিকাশের সব সুযোগ নিশ্চিত করতে এবং তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। কন্যাশিশুদের চোখে দেখতে হবে আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।