মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর-২০২৪) দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম।
দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোরশেদ আলী খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নাজিবা জাবীন, দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক এবং জেলা কালচারাল অফিসার মিন আরা পারভীন ডালিয়া।
দিনাজপুর মহিলা অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিন সারমিনাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার সাধারণ সম্পাদক বিলকিস আরা ফয়েজ, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আলেয়া বেগম, ব্র্যাক অফিসের সামিরা খাতুন, পল্লী শ্রী’র প্রতিনিধি রওনক আরা হক নিপা, শারদ্বেশরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা তাসনিম বুশরা ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ছাত্রী জান্নাতুল মাওয়া দিপ্তি।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম। শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।