নিজস্ব প্রতিনিধিঃ সাভার-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৮ জন শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বাইপাইল -আশুলিয়া-জিরাবো এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,,বেলা ১২টার পর থেকে শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কয়েকটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২৮ জন শ্রমিক আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।
এদিকে সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালের ডাক্তার রাজিব আহাম্মেদ বলেন,নিহত ওই ব্যক্তির নাম কাউছার হোসাইন খান। সে একটি কারখানার পোশাক শ্রমিক হিসেবে কাজ করতো।
আশুলিয়ার শিল্প পুলিশ-১ পুলিশ সুপার (এসপি)সারোয়ার আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
আশুলিয়ায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান। তাকেও একাধিকবার ফোন দেওয়া হলেও তিনিও ফোন রিসিভ করেননি।
এবিষয়ে জানতে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ ফোন করলে তিনি আমাদেরকে জানান,পরীক্ষার হলে আছি,আমি বিষয়টি জানি না।