নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটো-ইজিবাইক ছিনতাই কারার সময় ছিনতাইকারি চক্রের ৭জন মহিলাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল রবিবার বিকেলে রুপগঞ্জ উপজেলার সদর উনিয়নের টানমসুরী এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কাঞ্চন ব্রিজ বাস স্ট্যান্ড এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা বলে মোক্তার হোসেনের অটোরিকশায় উঠে বাচ্চা সহ ৭ জন মহিলা।
পরে কিছু দূরে উপজেলার টানমসুরী এলাকায় পৌঁছালে অটো চালককে অচেতন করার জন্য স্প্রে করে মহিলারা পরে অটো চালক বুঝতে পারে চোর বলে চিৎকার করলে আশেপাশে থাকা স্থানীয় লোকজন অটো ছিনতাইকারী চক্রের ৭জন মহিলাকে ধরে ফেলে। এবং অটোচালক মোক্তার হোসেনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে স্থানীয়রা রুপগঞ্জ থানায় খবর দিলে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটো ছিনতাইকারী চক্রের ৭জনকে রুপগঞ্জ থানায় নিয়ে আসে।
এদিকে গ্রেফতারকৃত ৭জনের মধ্যে ৪জন নাজমা বেগম, মুক্তা বেগম, শিল্পী বেগম, জোৎস্না বেগম তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর থানার গলনা এলাকার বাসিন্দা। বাকি ৩জন ইয়াসমিন আক্তার, হালিমা, সোনিয়া আক্তার তারা হবিগঞ্জ জেলার চুনুরঘাট থানার নোয়াগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ের রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা খবর দিলে আমাদের রুপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অটো ছিনতাইকারী চক্রের ৭জন মহিলাকে রূপগঞ্জ থানায় নিয়ে আসে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এনামুল হক :- নারায়ণগঞ্জ প্রতিনিধি
তাং :- ৩০-৯-২০২৪ ইং