মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জে পুলিশ লাইন্সে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৩০শে সেপ্টেম্বর খ্রিষ্টাব্দ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দ উপলক্ষে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র) এবং এটিএসআই পদে পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। পুলিশ সুপার মহোদয় পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প পরিদর্শন করেন।
পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বদিউজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মহোদয়। জনাব মো. সোহান সরকার, পিপিএম মহোদয়। জনাব মোঃ আইয়ুব আলী, আর আই, পুলিশ লাইন্স, মুন্সীগঞ্জ।