1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
মধুপুরে জহর আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে হতাশাগ্রস্ত হয়ে যুবকের আত্মহত্যা পূর্বাচলে আবারো এক নারীর গলাকাটা লাশ উদ্ধার ধোবাউড়ায় মাদক সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ০২ কুড়িগ্রামের আইন লঙ্ঘন করে চলছে ইটভাটা নির্মাণ ঝালকাঠি জেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শ্যামনগরে তরুণ উৎসবে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত কুড়িগ্রামে ৯৪ বোতল বিদেশি মদ সহ মাদক কারবারি সুমন আটক নড়াইলের লোহাগাড়া থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ভ্যান চালক তামিম খাঁন হত্যাকান্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান সাতক্ষীরায় ঘেরের বাঁধে বিদ্যুৎস্পৃষ্টে আবু হাসান নিহত বগুড়ার শিবগঞ্জে খোলা বাজারে চাল ও আটা বিক্রির কার্যক্রম উদ্বোধন

মধুপুরে জহর আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। মৃত ব্যক্তি উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজ আলী শেখের ছেলে জহর আলী (৬৫)।
ঘটনা ও মামলার বিবরণীতে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মৃত জহর আলী বাড়ি থেকে বের হয়ে তার নাতি কাওছারের জন্য পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ভাত নিয়ে যান। ভাত দিয়ে সেখান থেকে আর বাড়ি না ফিরলে ওই দিন রাত হতেই আত্মীয়স্বজনসহ পরিচিত ও অপরিচিত নানাজনের কাছে খুঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পার্শ্ববর্তী আনসার আলীর পুকুরপাড়ের খাড়াজোড়া গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃতের বড় ছেলে জাকারিয়া জানান, গত ২৮ তারিখ বাবা তার নাতির জন্য সন্ধ্যায় পিরোজপুর মাদ্রাসায় ভাত নিয়ে যান। সেখানে ভাত দিয়ে আর ফিরে আসেননি। তিনি শারীরিক বিভিন্ন রোগসহ মানসিক বিকারগস্ত ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছি না।
এ বিষয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় নিয়ে এসেছি। তার মাথার পেছন দিক থেকে ঝুলে থাকার বিষয়টি দেখে সন্দেহের সৃষ্টি হচ্ছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত হলেই এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
এ বিষয়ে ভিকটিমের ছেলে জাকারিয়া বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি