(মো ইপাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি)
মাধবপুর সীমান্ত এলাকায় আটক করা হয়েছে বিলাসবহুল একটি গাড়ি। এ সময় গাড়ি থেকে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) ভোররাতে সুরমা চা বাগানের ১৯নম্বর সেকশনে সীমান্ত থেকে গাড়িটি আটক করা হয়। আটকরা হলেন- কুমিল্লা সদর উপজেলার রহিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে গাড়িচালক তপু মিয়া (২৫) ও তার সহযোগী একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২২)। গাড়িটি কুমিল্লার সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনার দেবর রুবেল মিয়া।স্থানীয়দের ধারনা- গাড়িটিতে এক বা একাধিক ভিআইপি-আওয়ামী লীগ নেতা ছিলেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছেন অথবা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাংলাদেশের ভেতরেই আত্মগোপন করেছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।জানা যায়, মঙ্গলবার ভোররাতে সুরমা চা বাগানের ১৯ নম্বর সেকশনে সীমান্ত এলাকায় বিলাসবহুল একটি গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৭-৮৫১১) ও একটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেন। এসময় থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে গাড়িসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন- আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।