মকবুল হোসেন ময়মনসিংহ
ময়মনসিংহে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ প্রবীন হিতোষী সংঘ, সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে এ দিবসটি পালিত হয়েছে।
উক্ত দিবসের আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতোষী ময়মনসিংহ জেলা শাখার সভাপতি প্রবীণ আইনজীবী এইচএম খালেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মহিদুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজ কল্যাণ বিভাগের পরিচালক গোলাম মোস্তফা।
আরও বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সভাপতি দেওয়ান তৈমুর ইয়ার চৌধুরী, প্রমুখ
মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করন এই পাখি পদ্য নিয়ে বক্তাগণ আলোচনা সভা বক্তব্য রাখেন।