মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
চট্টগ্রাম টু ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনে কাটা পড়ে জেসমিন আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
২অক্টোবর বুধবার ভোর ৫.৩০টা এ দুর্ঘটনাটি ঘটেছে।
এই ঘটনায়এলাকাবাসীদের মতামত পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে পারে বলে ধারনা করা হচ্ছে।এ দুর্ঘটনার সংবাদ পেয়ে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরদিকে কিশোরগঞ্জ রেলওয়ে থানার অফিসার ও ফোর্স লাশ উদ্ধার করে নিহতের ট্রেনে কাটা পড়ার ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছেন
নিহত জেসমিন( ৩৫) উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারি গ্রামের মোঃ সোহেল স্ত্রী।
উক্ত ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানা ও রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।