মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ০২/১০/২০২৪ ইং
উল্লাপাড়ায় সাবেক এমপি তানভীর ইমাম, পৌর মেয়র নজরুল ইসলাম সহ অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে মামলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থী মোঃ শামীম হাসান কে মারধরের অভিযোগ এনে সাবেক এমপি তানভীর ইমামসহ ৫০ জনের নাম উল্লেখ করে উল্লাপাড়া মডেল থানায় শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছে।
মামলা সূত্রে জানা যায় গত ৭ আগষ্ট পৌর শহরের ঝিকিড়া এলাকার শিক্ষার্থী শামীম হাসান কে পুরাতন বাসস্ট্যান্ডে মারধর করা হয়েছে উল্লেখ করে নির্দেশদাতা হিসেবে সাবেক এমপি তানভীর ইমাম কে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, চেয়ারম্যান সোহেল, চেয়ারম্যান,বর পাঙ্গাশী লিটন, মাহাবুব সরোয়ার বকুল, সবেক চেয়ারম্যান পুর্নিমাগাতী রাশেদ, উপজেলা ভাইসচেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, আব্দুস সামাদ, মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, হাসান কমিশনার, সদর ইউপি চেয়ারম্যান সালেক, আরিফু ইসলাম, মোস্তফা কামাল বকুল ( ইনু) মোহাম্মদ বকুল সহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে ।মামলায় আরো প্রায় ১৫০ জনের অজ্ঞাত হিসাবে দেখানো হয়েছে ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা সাব-ইন্সপেক্টর মোঃ রুহুল আমিন বলেন শিক্ষার্থী মারধরের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।