মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ০২/১০/২০২৪ ইং
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে ।পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তিব্র নদী ভাঙ্গন। গত ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার কমে বুধবার সকালে শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ২ দশমিক ৪৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, যমুনার নদীর পানি কমতে শুরু করেছে। খুব দ্রুতই কমে যাবে নদীর পানি।
এ দিকে পানি বৃদ্ধির সাথে সাথে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। ভাঙ্গনের কবলে পড়ে বিলীন হচ্ছে বসত বাড়ি সহ বিস্তীর্ণ ফসলি জমি । এতে বিপাকে পড়েছেন নদীতীরবর্তি ভাঙ্গন কবলিত মানুষ।
শাহজাদপুরের হাটপাঁচিল গ্রামের বাসিন্দা শাহজাহান ব্যাপারী বলেন, পাউবোর নদীতীর সংরক্ষণ বাঁধের নির্মাণকাজে ধীরগতি ও গাফিলতির কারণে আমরা ভাঙ্গনের হাত থেকে মুক্তি পাচ্ছি না। বসতবাড়ি ও শত শত বিঘা কৃষিজমি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্ভে চলে যাওয়ায় শত শত পরিবার এখন ভূমিহীন। আমাদের মাথা গোঁজার ঠাঁই নাই।’
ওই গ্রামের এক বাসিন্দা জানান, এ এলাকায় গত ৩ বছর ধরে সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করছে পাউবো। কিন্তু সে কাজ এখনো শেষ করতে পারেনি তারা। এদিকে নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে ঘরবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠান।