(মো ইপাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি)
মাধবপুরে শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে অনুষ্ঠানের লক্ষ্যে এবং সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার অফিসার একেএম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ক্যাপ্টেন মেহেদি হাসান, অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, চেয়ারম্যান ফারুক আহমেদ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান আলাউদ্দিন, চেয়ারম্যান পারভেজ চৌধুরী, পূজা উদযাপন পরিষদ নেতা মনোজ পাল, নারায়ণ কর্মকার, বিএনপি নেতা গোলাপ খান, সাংবাদিক আলমগীর কবির প্রমূখ। সভায় বলা হয়, মাধবপুর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতর বন্ধন অনেক প্রাচীন। ১১ ইউনিয়ন ও ৫ টি চা বাগানে সনাতন ধর্মের লোকজন আড়ম্বরপূর্ণভাবে তাদের শারদীয় দুর্গোৎসব পালন করে আসছে। এ বছরেও প্রতিটি পূজা মণ্ডপে মুর্তি বানানো সহ নানা আয়োজনের মহাসমারোহ চলছে। তাই সরকারের নির্দেশে মাধবপুর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর রয়েছে। কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে সে অপশক্তিকে কঠোর শাস্তির আওতায় নেওয়া হবে।