মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
পুলিশ লাইনস্, ময়মনসিংহের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ২ অক্টোবর বুধবার দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
পুলিশ সুপার, ময়মনসিংহ মোঃ আজিজুল ইসলাম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত] এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান।
এতে ময়মনসিংহ জেলার সকল দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি/ সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ডিআইজি মহোদয়কে তাদের অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার, ময়মনসিংহ । পুলিশ সুপার তার বক্তব্যে ময়মনসিংহের দুর্গোৎসব কে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা প্রদান ও এসংক্রান্তে গৃহীত পরিকল্পনা প্রণয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পরে ডিআইজি আগত সুধী সমাবেশকে আশ্বস্ত করে বলেন এবারের দুর্গাপূজাকে নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রয়োজনীয় সকল পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং সকলের সহযোগিতায় তা প্রয়োগ করা হবে।
এসময় ময়মনসিংহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।