মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে ২০০ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
৩ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১:১৫ টায় জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ীহাট বাজার এলাকা থেকে ২০০ পিচ নেশা জাতীয় দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে এসআই ফারুক হোসেন পিপিএম, এসআই আব্দুল্লাহ আল নোমান, এসআই শাখাওয়াত হোসেন, এএসআই জাহিদ এবং এএসআই সাজেদুর সঙ্গীয় ফোর্স ওই দু'জনকে গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন, পাশ্ববর্তী বগুড়ার জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ভাটরা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মহিদুল ইসলাম (৩২) এবং জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামের মৃত আবু সাঈদ আকন্দের ছেলে আব্দুল মান্নান (৪৪)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে