জয়পুরহাটে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলার পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) পাঁচবিবি উপজেলার পাঁচবিবি বাজার বারোয়ারি মন্দির, দক্ষিণ গোপালপুর আদিবাসী সর্বজনীন দুর্গা মন্দির, বাগজানা বাজার সর্বজনীন পূজা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ মন্দিরের প্রকাশ্য স্থানে স্থাপন করার পরামর্শ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোঃ আফজালুল ইসলাম ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী।