মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি
বোয়ালখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইদুর রহমান খোকা (৬০) বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে গ্রেফতার হয়েছেন। বোয়ালখালী থানা পুলিশ বেঙ্গুরা ৫ নম্বর ওয়ার্ডের বাসভবন থেকে তাকে আটক করে।
গ্রেফতারের বিষয়ে সাইদুর রহমানের ছেলে মো. রিপন বলেন, “রাত সাড়ে আটটার দিকে পাঁচজন পুলিশ এসে থানার ওসির সাথে কথা বলে বাবাকে থানায় নিয়ে যায়। তবে আমার জানামতে বাবার নামে কোনো মামলা নেই। কেন তাকে গ্রেফতার করা হলো, তা আমাদের অজানা।”
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, সাইদুর রহমান খোকার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।