মোস্তাক আহমেদ ( বাবু) রংপুর ।
রংপুরের পীরগাছা উপজেলার ৪ নং অন্নদা-নগর ইউনি- য়নে সাত-দরগা বাজার মটর শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনি অনুষ্ঠানে। নতুন করে সভাপতি হলেন,আঙ্গুর মিয়া ও সাধারণ সম্পাদক হলেন,বকুল মিয়া।
রংপুর জেলা পীরগাছা উপজেলার,সাত-দরগা ইউনিয়নের বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস,অটো সিএনজি,ও দিন- মজুর,শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে মোঃ আঙ্গুর মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মোঃ বকুল মিয়া আনুষ্ঠানিক- ভাবে ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সদস্যসহ অন্যান্য সকল,শ্রমিক ভাই বোনেরা উপস্থিত ছিলেন। বৃহস্প তিবার ৩ (সেপ্টেম্বর) অফিসটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটিতে আলোচনা সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪নং অন্নদা- নগর ইউনিয়ন,সাকার সভাপতি,মোঃ জিল্লুর রহমান মাস্টার বিশেষ অতিথি,হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়- তাবাদী দল অন্নদা-নগর ইউনিয়-নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ মাস্টার,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,মোঃ আসাদু- জ্জামান ( বাবু) সাধারণ সম্পাদক,মোটর শ্রমিক ইউনিয়ন পীরগাছা উপজেলা শাখার মোঃ এনামুল হক,সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন,সত-দারগা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন,পীরগাছা উপজেলার মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি,মাহবুবুর রহমান। ও সঞ্চালনায় ছিলেন,৪নং অন্নদানগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ খোকন মিয়া। ও বাংলাদেশ জাতীয়- তাবাদী দল অন্নদা-নগর ইউনিয়ন সকল নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, বিগত ১৭বছরের ফেসিস্ট সরকারের সমালোচনা করে,বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল,শ্রমিক ফেডারেশন ইউনিয়নের উন্মুক্ত আলোচনা সভা ও অফিস উদ্বোধন অনুষ্ঠানটি,ভয় ভীতি ব্যথিত,মন খুলে কথা বলতে পেরেছেন বক্তারা। এর আগে এমন পরিস্থিতি ছিল যে,কথা বলতে গেলেই মামলা হামলার শিকার হয়েছিলেন নেতা কর্মীরা। এই প্রথম এই ইউনিয়নের খোলা ময়দানে অফিসটি উদ্বোধন সহ। আলোচনা সভা করতে পেরেছেন বলেও নি- জেকে গর্ববোধ মনে করেছেন নেতৃবৃন্দুরা ।
উল্লেখ্য যে, বক্তারা আরো বলেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোন মানুষের উপরে,বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অন্যান্য সংগঠনের কোন নেতা ও সদস্য যদি বি,এন, পির,নাম পরিচয় ব্যবহার করে অরাজকতা চাঁদাবাজি,ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে। তাহলে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নির্দেশনার মাধ্যমে সেই সদস্য অথবা সেই নেতা কে বহিষ্কার করা হবে বলেও জানান নেতৃবৃন্দুরা।
এ বিষয়ে ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্নদা-নগর ইউনিয়ন সভাপতি জিল্লুর রহমান মাস্টার স্পষ্ট জানিয়ে দেন যে,বিএনপির কোন নেতা কর্মী যদি সাধারণ মানুষের ভয় ভীতির কারণ হয়। তাহলে সেই নেতা বা সদস্য যেই হোক না কেন। সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে বলো স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি ।