বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) সকালে কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যলয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে কালীগঞ্জ বাজার ও স্কুল চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
পরে বিদ্যালয়ের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর ইসলাম মিয়া,সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম,সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দের উপস্থিতিতে র্যালি ও আলোচনা সভা শেষ হয়।