মোঃ আব্দুল হাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে করা মামলায় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা ওয়াজেদ আলী দাদাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ জয়পুরহাট (র্যাব) ক্যাম্প ।
শনিবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের নওয়ানা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক ।
গ্রেফতারকৃত ওয়াজেদ আলী দাদা উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আ.লীগের এই নেতা উদয়পুরের নওয়ানা গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল- রাজেক বলেন, জয়পুরহাটে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যা চেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা মামলায় ওয়াজেদ আলী এজাহার নামীয় আসামী। নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।