মোঃ আব্দুল শিকদার
ভোলা জেলা প্রতিনিধ
ভোলার মনপুরায় সারদিয় দূর্গা পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বি নের্তৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা নের্তৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উপজেলার হাজীর হাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে আসন্ন সারদিয় দূর্গা পূজা অনুষ্ঠানের ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেয়া হয়। এবং সনাতন ধর্মাবলম্বিদের এই মহা উৎসবকে স্বার্থক করতে দলীয়ভাবে সহযোগিতার পাশাপাশি জামায়াতে ইসলামী’র স্বেচ্ছাসেবী টিম আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে বলে জানিয়েছেন জামায়াত নেতারা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনপুরা উপেজলা শাখার আমীর মাওলানা হাফেজ মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মাওলানা আমিমুল এহসান জসিম, সেক্রেটারি মাওলানা মোঃ নুরুন নবী, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন, সারদিয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি নৈদের বাসী দাস, সাধারন সম্পাদক অনুপম দাস সহ উপজেলার সনাতন ধর্মাবলম্বি নেতা ও দূর্গা পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।