মোস্তাক আহমেদ (বাবু ) ক্রাইম রিপোর্টার রংপুর।
৫ ই আগষ্টের পর জেলা পরিষদ,উপজেলা পরিষদ,ও পৌরসভা,সিটি কর্পোরেশন বাতিল করার পর। ইউনিয়ন পরিষদ বাতিল করবে বলে,বিভিন্ন ভাবে শুনা যাচ্ছে।
সরজমিন গিয়ে যানা যায় ঃ রংপুরের পীরগাছা উপজে- লার নয়টি ইউনিয়নের,যে বিক্ষুপ্ত জনতার খোব। তাই যেকোনো মুহূর্তে,গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নামতে পারে বলেও জানিয়েছেন গণমাধ্যম কর্মীকে। কিন্তু ইতিম- ধ্যেই, সিটি কর্পোরেশন সহ পৌরসভা বাতিল হওয়ায়, এলা- কায়,জনগণের ভোগান্তি বেড়েছে। দেশের শতকরা ৮০% মানুষ গ্রামে তথা ইউনিয়নের আওতায় বসবাস করেন,তাই প্রতিদিন,জন্ম নিবন্ধন,মৃত্যু সনদ,নাগরিক সনদ পত্র,সহ ওয়ারিশান সার্টিফিকেট,ও বিভিন্ন প্রত্যয়ন পত্রের জন্য জনগণ কে ইউনিয়ন পরিষদে আসতে হয়। এছাড়াও বিভিন্ন রকম পারিবারিক কলহ,জমি সংক্রান্ত বিবাদ,স্বামী স্ত্রীর কলহ সহ বিভিন্ন সালিশ,প্রতিটি ইউনিয়নে ৩/৪ টি করে গ্রাম্য সালিশ করতে হয়। এছাড়াও চুরি ডাকাতি,জুয়া সহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির। ও সামাজিক নিরাপত্তা সার্বক্ষণিক নজরদারি করতে হয়। ইউনিয়ন পরিষদ চেয়ার- ম্যান,ও সদস্যদদের,ইউনিয়ন পরিষদ সৃষ্টি লগ্ন থেকে। এবং কি বিগত তত্বাবধায়ক সরকারের আমলেও,কিন্তু ইউনিয়ন পরিষদের জনগণ,যেন ভোগান্তির স্বীকার না হয়। সে জন্য কোনদিন বাতিল করা হয়নি। কিন্তু কিছু কিছু,জায়গায় দেখতে পাওয়া যায়। পীরগাছা উপজেলার নয়টি ইউনিয়- নের কিছু চেয়ারম্যান উপস্থিত না,থাকায়। সেখানে প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। কিন্তু সেই সমস্ত ইউনিয়নের ১১ জন মেম্বার সদস্যদের মতামতের ভিত্তিতে,প্যানেল চেয়ার- ম্যান তৈরি করা হয়েছে। কিন্তু তারপরও যেন এই সমস্যার সমাধান হচ্ছে না। তাই ইউনিয়ন পরিষদগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য,কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সাধারণ মানুষ।
উল্লেখ্য যে ঃ এভাবে রাখার চেয়ে,ইউনিয়ন পরিষদের নির্বাচনটি,অতি জরুরী হয়ে,পড়েছো বলে,মন্তব্য করেছেন সাধারণ গ্রাম অঞ্চলের মানুষ। তা না হলে প্রতিনিয়ত ভোগা - ন্তির শিকার হতে হচ্ছে তাদেরকে। ঝুলিয়ে না,রেখে তাদে- রকে বসতে দেয়া হোক। নতুবা,দ্রুতগতিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনটি করা হোক। বলেও মনে করেন সাধারণ মানুষ সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকরা।
এ বিষয়ে,,পীরগাছা থানার ওসি তদন্ত নাহিদ ইসলাম বলেন যে সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান ৫ই আগস্টের পরে উপ- স্থিত ছিলেন না। সেই সমস্ত ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান বসার পরে,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে তিনি মনে করেন ।