মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, জনগণকে পাশে নিয়ে ছাত্রশক্তি অসম্ভবকে সম্ভব করেছে। এখন তাদের কাজ দেশকে সংগঠিত করা। অধিক বয়সে মানুষের যে নৈতিক আদর্শচ্যুতি ঘটে, ছাত্রদের মধ্যে তা নেই। ছাত্ররা একটি আদর্শ ধারণ করে। যে স্বপ্ন নিয়ে ছাত্ররা আন্দোলনে অংশ নিয়েছে, জীবন দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে, দেশকে এগিয়ে নিতে এখন সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। সভায় ময়মনসিংহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ছাত্রগণ উপস্থিত ছিলেন।