1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
শেরপুরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

শেরপুরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

 

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। ৬ অক্টোবর রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রোববার দুপুর থেকে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙামাটিসহ বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও চাল-ডাল বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বন্যাকবলিত মানুষদের খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে একই দিন বিকেলে নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় রাণীগাও মডেল মসজিদ আশ্রয়ণ কেন্দ্রে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হযরত আলী। এর আগে তিনি সদর উপজেলার পাকুড়িয়া ও গাজীরখামার ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় একইভাবে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ওইসময় জেলা ও স্থানীয় উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দুর্গত এলাকায় আছি এবং থাকব। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ওই কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে শেরপুর জেলার অধিকাংশ এলাকা। পানিবন্দি অবস্থায় দুর্ভোগে পড়েছে লাখো মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি