রমজান আলী, বান্দরবান প্রতিনিধি;
বান্দরবান ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন উদ্যােগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার (৫ অক্টোবর) দিবসটি উদযাপন উপলক্ষে কয়েকটি প্রতিষ্ঠানে প্রধানের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান
করা হয় এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।
তারা হলেন,বান্দরবান পাবলিক ক্যান্টেমেন্ট স্কুল এন্ড কলেজ এর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া,এমফিল, এইসি, মোহাম্মদ শহীদ উল্লাহ
অধ্যক্ষ,বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মো: সিরাজুল ইসলাম বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক ললিত মোহন ভৌমিক
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এবং লিলি প্রু মার্মা সহকারী শিক্ষক ক্যাচিং ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আলিম।পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহ-সভাপতি ছমিরা শিরিন আক্তার এবং সাধারণ সম্পাদক মোসা রুমানা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক মো: আরিফ। পরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক ও DYDF বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
ক্যান্টেমেন্ট স্কুল এন্ড কলেজ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া এম ফিল এইসি অধ্যক্ষ বলেন, শিক্ষকতা একটি মর্যাদাসম্পন্ন পেশা। প্রতিটি মা-বাবার পরেই শিক্ষার্থীর দ্বিতীয় অভিভাবক হচ্ছেন শিক্ষক। এজন্য মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি। একজন শিক্ষক প্রতিটি শিক্ষার্থীদের কাছে একজন গাইডার ও মেন্টর হিসেবে কাজ করেন।
বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, ‘আজকে গুণি শিক্ষকদের সম্মাননার মাধ্যমে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার নিজের সম্মান বৃদ্ধি করেছে। আশা রাখছি DYDF এই ধরনের আয়োজন বারবার করবে।’ তিনি বলেন, ‘শ্রেণিকক্ষে শিক্ষকের কঠোর পরিশ্রম ও জ্ঞান উৎসর্গের স্বীকৃতি হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। একজন শিক্ষাবিদ হিসেবে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি অলঙ্কারিত করার দায়িত্ব আমাদের। মনে রাখতে হবে শিক্ষা শুধুমাত্র জ্ঞান প্রণয়নের জন্য নয়। শিক্ষকরা যে অনুপ্রেরণা ও রোল মডেল তৈরি করেন তা শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করবে।
অনুষ্ঠানে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF) সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি ছমিরা আক্তার শিরিন, সাধারণ সম্পাদক মোসা রুমানা আক্তার , সাংগঠনিক সম্পাদক মো: আরিফ, প্রজেক্ট এন্ড প্লান সম্পাদক বর্ধন মারমা ( জুনান), প্রচার সম্পাদক মো ঈশান, অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরা, মানব সম্পদ সম্পাদক শান্তিলাল তঞ্চঙ্গ্যা, মানব সম্পদ সম্পাদক শিমুল তঞ্চঙ্গ্যা, টেকসই উন্নয়ন প্রকল্প সম্পাদক রুংলে ম্রো, নাহিদা আক্তার, সিদরাতুল মুনতাহা, আঁখি আক্তারসহ সকলে মিলে শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন
শিক্ষকরা বলেন, গুণগত শিক্ষা প্রদান ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের যথাযোগ্য সম্মান ও জীবনমান উন্নয়নের ওপর নজর দেয়া উচিত বলেও মনে করেন।