শ্রীপুর গাজীপুর প্রতিনিধি,
এস কিউ বিরিকিনা ২এর মেইন্টেনেন্স ম্যানেজার রুহুল আমিন।ও তার ভাই মেকানিক সাইদুল এর বিচার এর দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। গত ৫ এ অক্টোবর শনিবার আনোমানিক বেলা ১২ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসকিউ বিরিকিনা ফেক্টরী গেইট। জামির দিয়া মাষ্টার বাড়ি।
এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ফাইজুদ্দিন মাষ্টার,
যানা যায় ভুক্তভোগী ফাইজুদ্দিন মাষ্টার এর স্ত্রী মোসাম্মৎ তানিছ ফাতিহার সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে বিয়ের প্রল্বন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় রুহুল আমিন।
ভুক্তভোগী ফাইজুদ্দীন মাষ্টার বলেন রুহুল আমিন, এর বাড়ি শ্রীপুর উপজেলার তৈলিহাটি গ্রামের টেপিড় বাড়ি রুহুল আমিন,চাকরি করতেন স্হানীয় একটি ফেক্টরীতে। আরো জানা যায় রুহুল আমিন এর আগে একটি বউ ও ছেলে সন্তান রয়েছে। ভুক্তভোগী ফাইজুদ্দীন এর গড়ে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
মানব বন্ধন টি ময়মনসিংহ মহা সড়ক থেকে এস কিউ বিরিকিনা ফেক্টরী গেইটেএর সামনে গেলে ফেক্টরী থেকে উর্দতন্ন কর্মকর্তারা বিষয় টি জানতে পারে।
পরে ফেক্টরীর মেনেজমেন্ট বলেন, বিষয় টি আমলে নিয়ে যাচাই করে তাকে ফেক্টরী খেকে বহিষ্কার করা হবে।