মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ময়মনসিংহ জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তর এর আয়োজনে তরুণদের সম্পৃক্ত করি,উন্নত নগর গড়ি এ স্লোগান ধারণ করে বিশ্ব বসতি দিবস ২০২৪ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলননায়তনে আজ ৭ অক্টোবর সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক তাহমিনা আক্তার করেন।
গনপূর্ত অধিদপ্তরের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড.মঈনুল ইসলাম সভাপতিত্বে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও আরও বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজিম উদ্দিন ,সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তার, মসিকের প্রধান প্রকৌশলী জহুরুল হক।
আলোচনা সভায় ময়মনসিংহ জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের প্রতিনিধি, বাকৃবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।