নীলফামারী জলঢাকা রাবেয়া চৌধুরী মহা বিদ্যালয়ের সভাপতি। বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সেক্রেটারি, জনাব ওবায়দুল্লাহ সালাফিকে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত ও দাতা সদস্য জনাব আমজাদ হোসেন চৌধুরী তাকে ফুলের তোরা দিয়ে বরন করেন। এই সময় এক মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে উপস্থিত সকলে উৎসবমুখর পরিবেশে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মোঃ মোকলেছুর রহমান মাষ্টার। আর উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার জামায়াতে ইসলামী সেক্রেটারি ,জনাব মোয়াম্মার আল হাছান, এবং জলঢাকা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব ,সেলিমুর রহমান সেলিম,আমজাদ হোসেন চৌধুরী। তাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বাড়িয়ে তোলে।
সভাপতি জনাব ওবায়দুল্লাহ সালাফি তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নীতিমালা নিয়ে আলোচনা করেন। তিনি রাবেয়া চৌধুরী মহা বিদ্যালয়ের উন্নয়নে নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন।
অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত তার বক্তব্যে সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার মান উন্নয়নে তার দিক নির্দেশনার ওপর গুরুত্ব আরোপ করেন। জনাব আমজাদ হোসেন চৌধুরী কলেজের দাতা সদস্য হিসেবে প্রতিষ্ঠানের উন্নয়নে তার অব্যাহত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।