আজ ৬ই অক্টোবর সোমবার, পাঁশকুড়া মাংলই গ্রামে মৌচাক সেবা সংঘ শারদীয়া শক্তির আরাধনা কমিটি এবারের ভাবনা চিত্রে ও কাব্যে অভয়ারপথে। এবারে ১৮ তম বর্ষে পদার্পণ করল দূর্গাপুজো।
পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রাম মাংলই, আর এই গ্রামে প্রতি বছর মৌচাক সেবাশ্রম ও গ্রামবাসীদের উদ্যোগে প্রতিবছর দুর্গাপূজোয় নতুন নতুন থিম তুলে ধরার চেষ্টা করা হয়। পাশাপাশি পুজোর যাবতীয় প্রতিমার সাজসজ্জা যাবতীয় কর্ম আশ্রমের আবাসিকের ছোট ছোট ছেলেমেয়েরা ও গ্রামের মহিলারা করে থাকেন। তবে এ বছরও ব্যতিক্রমী ভাবে বর্তমান আরজি করের ঘটনা যে নিশংস ভাবে ঘটেছিল, তারি এক টুকরো প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে মণ্ডপে।
পুজোর আমন্ত্রণপত্রে দেখা গেল, উই ডিমান্ড জাস্টিস, কিন্তু প্রতিমা সাবেকিয়ানার ছোঁয়া, কিন্তু বারোয়ারির মাধ্যমে তুলে ধরা হয়েছে, আর জি করের খন্ড চিত্র। গ্রামীন এলাকায় গড়ে ওঠা এই ক্লাবের পূজোতেও প্রতিবাদের বার্তা ,এখানে দেখা মিলবে এক তরুণী চিকিৎসককে ধরে রেখেছে একদল মদ্যপ ব্যক্তি। সেই ছবিও তুলে ধরা হয়েছে। মশাল হাতে এক মহিলা দাঁড়িয়ে রয়েছে সেটিও বারোয়ারির মাধ্যমে তুলে ধরা হয়েছে।, নবান্ন অভিযানের দিনে ইটের আঘাতে চোখ নষ্ট হয়েছে এক পুলিশ কর্মীর, সেটিকেও তোলা ধরেছে মন্ডপের মধ্য দিয়ে , এমনকি সাম্প্রতিককালে পাঁশকুড়া এলাকা জুড়ে যে বন্যা পরিস্থিতি হয়েছিল, সে বন্যা পরিস্থিতিও তুলে ধরা হয়েছে এই থীমের মধ্য দিয়ে।
আজ চতুর্থীর দিনে থীমের কাজ চলছে পুরোদমে, মন্ডপের কাজে হাত লাগিয়েছে কমিটির সদস্যরা, ভাড়া করে কোন শিল্পী নয় , কমিটির সদস্যরা তৈরি করছেন দুর্গা প্রতিমা থেকে শুরু করে বারোয়ারী, এমনটাই জানালেন সদস্য দেবব্রত কবি ও সহ-সভাপতি প্রসেনজিৎ সিং।।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়